Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেঁয়াজের দাম বাড়িয়ে ভোক্তার পকেট থেকে কাটা হয়েছে ৩২০০ কোটি টাকা


৩ নভেম্বর ২০১৯ ২২:৫৯

ঢাকা: দেশে কয়েক দফায় পেঁয়াজের দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে ৩ হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস) নামের একটি সংগঠন। এক পরিসংখ্যানের হিসাব দিয়ে সংগঠনটি বলছে, গত চার মাসে (১২২ দিন) ২৪ বার পেঁয়াজের দাম ওঠানামা করেছে। এ সময়ে পেঁয়াজের দাম বেড়েছে ৪০০ গুণ। এতে ভোক্তাদের ক্ষতি হয়েছে অন্তত ৩ হাজার ২০০ কোটি টাকা।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘পেঁয়াজের মূল্য সিন্ডিকেটের নৈরাজ্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিসিএস এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। উপস্থিত ছিলেন সিসিএস এর গবেষণা দলের সমন্বয়ক জয়ন্ত কৃষ্ণ জয় ও শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে পলাশ মাহমুদ বলেন, “সম্প্রতি খুচরা বাচারে পেঁয়াজের মূল্য কেজি প্রতি ১২০ থেকে ১৫০ টাকা ছাড়িয়েছে। ক্ষেত্র বিশেষে ১৫০ থেকে ৬০ টাকাও বিক্রি হচ্ছে। যা দেশের ইতিহাসে পেঁয়াজের সর্বোচ্চ দাম। কোথাও কোথাও পেঁয়াজ এখন ‘হালি’ দরে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যটি এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচেছ। মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের পক্ষে এখন পেঁয়াজ দুর্লভ পণ্য হয়ে দাঁড়িয়েছে।”

গত দুই সপ্তাহে অকল্পনীয়হারে পেঁয়াজের মূল্য বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মূলত চার মাস আগে পেঁয়াজের মূল্য বৃদ্ধি করা হয়েছে। গত ঈদুল আজহার এক মাস আগে, জুলাই মাসের ২ তারিখ থেকে হঠাৎ করেই পেঁয়াজের দাম বাড়ানো হয়। তখন সরবরাহ ও আমদানি স্বাভাবিক থাকলেও এক দিনেই কেজি প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ টাকা করা হয়। সেই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চার মাসে (১২২ দিন) মোট ২৪ বার পেঁয়াজের মূল্য ওঠা-নামা করেছে।’

বিজ্ঞাপন

পেঁয়াজের মূল্যের এই ওঠা-নামার পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে মন্তব্য করে পলাশ মাহমুদ বলেন, ‘গত চার মাসে বাণিজ্যমন্ত্রী অন্তত পাঁচবার স্বীকার করেছেন, পেঁয়াজের মূল্য নিয়ে সিন্ডিকেট কাজ করছে। চট্টগ্রামে সিন্ডিকেটের ১৩ সদস্যকে চিহ্নিত করা হলেও ব্যবস্থা নেয়া হয়নি। যা ভোক্তাকে হতাশ, ব্যাথিত ও ক্ষুব্ধ করে।’

চার মাসে পেঁয়াজ সিন্ডিকেট যে অর্থ হাতিয়ে নিয়েছে তা দিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চার মাসে পেঁয়াজের মূল্য বেড়েছে ৪০০ গুণ। আর গত এক মাসের হিসেব করলে দেখা যাচ্ছে, প্রতি দিন প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।’

পেঁয়াজ পেঁয়াজের দাম পেঁয়াজের দাম বৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর