Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে অভিযোগ আসায় ছোট ভাইকে ছুরিকাঘাত


৩ নভেম্বর ২০১৯ ২২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় বড় ভাইয়ের ছুরির আঘাতে হোসেন বক্স (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি হাসান বক্সের ছুরির আঘাতে জখম হন।

তারা পূর্ববক্স নগর অন্ধ প্রকল্প এলাকায় বসবাস করেন। হোসেন একটি মাছের খামারে কাজ করতেন।

হোসেনের মা শেফালী বেগম সারাবাংলাকে বলেন, হোসেন ওই এলাকার একটি মেয়েকে পছন্দ করতো। ওই মেয়েটির বড় বোন বিকেলে আমাদের বাড়িতে এসে হাসানের কাছে অভিযোগ দেয়। সে সময় হাসানের সঙ্গে তার কথা কাটাকাটিও হয়। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাসান ছুরি দিয়ে হোসেনের বুকে আঘাত করে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর