Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার হাত হারালেন বাসযাত্রী মাকসুদা


৩ নভেম্বর ২০১৯ ২৩:০৬

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাস-ট্রাকের চাপায় মাকসুদা বেগম (৩৫) নামে এক নারীর হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৩ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার রাজাপুর এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মাকসুদার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গ্রামে। তার স্বামীর নাম এমদাদুল হক। মাকসুদা বেগম ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। ছুটি শেষে আজ তিনি ঢাকায় ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা যাওয়ার জন্য মাঝিড়া বাসস্ট্যান্ড থেকে ‘মা রিজিয়া পরিবহন’ নামে একটি বাসে ওঠেন মাকসুদা। অসাবধানতাবশত তিনি জানালা দিয়ে হাত বের করে রেখেছিলেন। বাসটি রাজাপুর পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের চাপায় মাকসুদা বেগমের ডান হাত কেটে পড়ে যায়।

বাস থামিয়ে মাকসুদা বেগমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

হাত বিচ্ছিন্ন

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর