Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ক্রু ড্রাইভারের আঘাতে খুন, জড়িত যুবক গ্রেফতার


৪ নভেম্বর ২০১৯ ১০:৪৬ | আপডেট: ৪ নভেম্বর ২০১৯ ১২:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পেটে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে যুবককে খুনের ঘটনায় মো. সোহেল (২২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৪ নভেম্বর) সকালে ঢাকার মালিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসের পাশে একটি গ্যারেজে এই হত্যাকাণ্ড ঘটে।

মৃত মো. নাহিদ (১৯) স্থানীয় এক গ্যারেজ মিস্ত্রির ছেলে। হত্যাকাণ্ডে অভিযুক্ত মো. সোহেলও একই এলাকার বাসিন্দা এবং গ্যারেজ মিস্ত্রি।

ওসি প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘হত্যাকাণ্ডের পর সোহেল পালিয়ে ঢাকায় চলে যায়। তার ঢাকা রওনা হবার খবর পেয়ে আমাদের টিমও মুভ করে। সকালে মালিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।’

পুলিশের ভাষ্য, রোববার সন্ধ্যায় নাহিদসহ কয়েকজন তরুণ-যুবক সোহেলকে মারতে গিয়েছিল। সোহেলের হাতে স্ক্রু ড্রাইভার ছিল। এসময় সে নাহিদের পেটে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়।

রক্তাক্ত অবস্থায় নাহিদকে আগ্রাবাদে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম স্ক্রু ড্রাইভার খুন