Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী পলিটেকনিকেও ছাত্রলীগের টর্চার সেল


৪ নভেম্বর ২০১৯ ১১:২৭

রাজশাহী: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে একটি টর্চার সেলের সন্ধান পাওয়া গেছে। অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে তুলে পুকুরের ফেলে দেওয়ার ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি এ টর্চার সেলের খোঁজ পায়।

রোববার (৩ নভেম্বর) বিকেলে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের সময় ক্যাম্পাসে একটি টর্চার সেলের খোঁজ পায়। ক্যাম্পাসের   পুকুরের পশ্চিম পাশের ভবনের ১১১৯ নম্বর কক্ষে এ টর্চার সেল থেকে লোহার রড, পাত ও পাইপ উদ্ধার করেন তদন্ত কমিটির সদস্যরা।পরে সেগুলো পুলিশ হেফাজতে দেওয়া হয়।

বিজ্ঞাপন

তদন্ত কমিটির সদস্যরা কথা বলেন অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে। এসময় তারা  সিসিটিভির ফুটেজ দেখেন।

অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘ওই কক্ষটি জোর করে নিয়ে ছাত্রলীগের ছেলেরা ব্যবহার করতো এবং বিভিন্ন সময় আড্ডা বা মিটিং করতো। তবে শুনেছি তারা ওই কক্ষটি টর্চার সেল হিসেবে ব্যবহার করতো। কিন্ত এ নিয়ে কেউ কোনদিন কোন অভিযোগ দেয়নি।’

তদন্ত কমিটির আহবায়ক এসএম ফেরদৌস আলম বলেন, ‘রোববার সকালে তদন্ত কমিটি করা হয়েছে। ওইদিনই তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।’

টর্চার সেলের সন্ধান পাওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সব বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে। অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলব না।’

কারিগরি শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব ও পরিচালক (পিআইডব্লিউ) এসএম ফেরদৌস আলমকে। এছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (কারিকুলাম) ড. মো. নুরুল ইসলাম কমিটির সদস্য এবং রাজশাহী মহিলা পলিকেনিটক ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুককে সদস্য সচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার  রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী অধ্যক্ষকে তুলে পুকুরে ফেলে দেয়। ওই ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে কারিগরি শিক্ষা অধিদফতর।

ছাত্রলীগ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর