Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রেতা সেজে অভিযান, বান্দরবানে হেরোইনসহ আটক ২


৪ নভেম্বর ২০১৯ ১১:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান:  বান্দরবানে ক্রেতা সেজে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বান্দরবান সদর থানাধীন হিলবার্ড বোডিং এর ধনেশ পাখি চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মংসাও মারমা (২৮) ও পাইনসাসিং মারমা (৪০)। এসময় তাদের কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সূত্রে জানা যায়, ১৫ লক্ষ টাকা দরদাম ঠিক করে ক্রেতা সেজে ১ কেজি হেরোইন কিনতে আসে র‌্যাবের একটি দল। পরে হেরোইন বিক্রেতা মংসাও মারমা ও পাইনসাসিং মারমা সন্ধ্যা ৭ টার দিকে তাদের হেরোইন দিতে আসলে র‌্যাবের সদস্যরা তাদের আটক করে।

এ অভিযানে র‌্যাব-৭ এর মেজর মোহাম্মদ সামিম সরকার, এএসপি মো:তারেক আজিজসহ র‌্যাব সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টপ নিউজ বান্দরবান হেরোইনসহ আটক

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর