Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজাদি মার্চ: সর্ব বিরোধীদলীয় বৈঠক ডেকেছেন মাওলানা ফজল


৪ নভেম্বর ২০১৯ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে আজাদি মার্চের ভবিষ্যৎ ঠিক করতে সর্ব বিরোধী দলীয় বৈঠকের ডাক দিয়েছেন জমিয়ত উলামা-ই-ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। সোমবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর এআরওয়াই নিউজ।

সূত্রগুলো জানিয়েছে, সর্ব বিরোধীদলীয় বৈঠকের পর গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মাওলানা ফজল।

এর আগে, রোববার (৩ নভেম্বর) মাওলানা ফজল বলেছিলেন ডি-চকের প্রধানমন্ত্রী বাস ভবন অভিমুখে যাত্রা করার কোনো পরিকল্পনা নেই তাদের। এতো বিশাল জমায়েতের তুলনায় ডি-চকের জায়গা খুবই সীমিত। তিনি আরও বলেছিলেন, সর্ব বিরোধীদলীয় বৈঠকের পরই আজাদি মার্চের ভবিষ্যৎ সম্পর্কে জানানো যাবে। আমরা যে সিদ্ধান্তই নিই না কেন, তার ব্যাপারে সব বিরোধীদলের ঐক্যমতে পৌঁছাতে হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মাওলানা ফজলুর রহমান অক্টোবরের ৩১ তারিখে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগ করার জন্য দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। আজাদি মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তার দল এবং এই মার্চে অংশ নেওয়া নাগরিকরা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই প্রধানমন্ত্রীর উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা। অন্যথায়, তারা আরও কঠোড় কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

আজাদি মার্চ পদত্যাগ পাকিস্তান প্রধানমন্ত্রী মাওলানা ফজল সর্ব বিরোধীদলীয় বৈঠক