Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি করলে কমিশন কাউকে ছাড় দেবে না: দুদক চেয়ারম্যান


৪ নভেম্বর ২০১৯ ১৭:০১

ঢাকা: দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাউকেই ছাড় দেবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সে সময় তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি করলে দুদক কাউকেই ছাড় দেবে না। এ ক্ষেত্রে কোনো পরিচয়ই কাজে আসবে না। দুর্নীতি পরায়ণদের আইনের মুখোমুখি হতেই হবে। দুর্নীতির মাধ্যমেই মানবাধিকার লঙ্ঘিত হয়। যারা জনগণের অর্থ লুট করে সম্পদের পাহাড় গড়েন তারাও মানবাধিকার লঙ্ঘনকারী। কারও অধিকার লঙ্ঘন করেই দুর্নীতি করতে হয়। দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠান হিসেবে মানবাধিকার লঙ্ঘন করছে কি না, সেটাও আপনারা লক্ষ্য রাখবেন।’

এছাড়া সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা ছাড়া দুর্নীতি-মানবাধিকারের মতো বিষয়গুলোর কাঙ্ক্ষিত পর্যায়ে আনা কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘সব জায়গাতে সুশাসন নিশ্চিত করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে ছাত্র-শিক্ষক, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সকলকে সম্পৃক্ত করেছে। কমিশন সততা সংঘ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যানারে দেশের সর্বস্তরের মানুষকে একই প্লাটফর্মে আনার চেষ্টা করছে। তরুণ প্রজন্মের মাঝে নৈতিকমূল্যবোধ গ্রোথিত করার জন্য কমিশন এসব সংগঠনকে ব্যবহার করছে। দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিনের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে। কারণ এসব প্রতিষ্ঠানের লক্ষ্য প্রায় অভিন্ন। সুশাসন প্রতিষ্ঠাই প্রতিষ্ঠারে মূল লক্ষ্য।’

বিজ্ঞাপন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘মূল্যবোধ বিকশিত করার ক্ষেত্রে দুদক এবং মানবাধিকার কমিশন একত্রে কাজ করতে পারে। মানুষের অধিকার যাতে লঙ্ঘিত না হয়, এ বিষয়ে মানবাধিকার কমিশন সজাগ থাকবে। মানবাধিকার লঙ্ঘিত হলে আমরা আমাদের আইনি দায়িত্ব পালন করবো এবং ব্যবস্থা গ্রহণ করবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ ও সদস্য ড. নমিতা হালদারসহ অনেকে।

চেয়ারম্যান দুদক দুনীতি

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর