Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদকে ৭ দিন জিজ্ঞাসাবাদ করবে দুদক


৪ নভেম্বর ২০১৯ ১৮:০১

ঢাকা: ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার হওয়া যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে টানা সাত দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে কারাগার থেকে দুদকে আনা হয় খালিদকে। বিকেল ৫টা পর্যন্ত তাকে মামলার তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করে।

এরপর খালেদকে আবারও রমনা মডেল থানায় হস্তান্তর করা হয়। এভাবে সাত দিন ধরে দুদকের তদন্ত কর্মকর্তারা জেরা করবে খালিদকে।

দুদক সূত্রে জানিয়েছে, খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ এনে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে মামলা করেন।

তবে কমিশন সূত্রে জানা গেছে, খালেদ প্রথমদিনে দুদককে তেমন কোনো তথ্য দেননি। তবে তদন্ত কর্মকর্তারা মনে করছেন, জিজ্ঞাসাবাদে খালেদের কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য হবে। সেজন্য কিছুটা সময় লাগতে পারে।

উল্লেখ্য, ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা পরিচালনার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর র‌্যাবের অভিযানে গ্রেফতার হন খালেদ। এরপর যুবলীগ থেকেও তাকে বহিষ্কার করা হয়। এরপর র‌্যাব অস্ত্র, মাদক ও মুদ্রাপাচার আইনে খালেদের বিরুদ্ধে চারটি মামলা করে। এছাড়া ২১ সেপ্টেম্বর খালেদের বিরুদ্ধে মামলা করে দুদক।

অপরাধ খালেদ দুদক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর