Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন কারাগারে


৪ নভেম্বর ২০১৯ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: রেজওয়ান হত্যা মামলায় জয়পুরহাটের পুরাণাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ তিনজনকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন। এদিন আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আসামিরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার পুরাণাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, তার ছোট ভাই মোহসিন আলী এবং বড়তাজপুর গ্রামের হাজীপাড়ার নজির উদ্দিনের ছেলে আশরাফ আলী।

মামলার নথি থেকে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুরে আসামিরা রেজওয়ানকে হত্যা করেন। রেজওয়ানের বাড়ি সদর উপজেলার বড়তাজপুর গ্রামে। তার বাবার নাম আব্দুস সালাম। হত্যাকাণ্ডের দু’দিন পরে তার মা রোজিনা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর