যুবলীগ সভাপতির দখল করা বসত ভিটা ফিরে পেতে সংবাদ সম্মেলন
৪ নভেম্বর ২০১৯ ১৯:১৪
ঢাকা: দখল হওয়া বসত ভিটা ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের পেয়ার মোহাম্মদ। তার অভিযোগ, ‘২০১৫ সালের ১৮ অক্টোবর কর্ণফুলি উপজেলা যুবলীগ সভাপতি সোলায়মান তালুকদার তার ক্যাডার বাহিনী নিয়ে তাদের বসতবাড়ি ভেঙে ১০ বিঘা সম্পত্তি দখল করে নেয়। এরপর বসত ভিটা ফিরে পেতে প্রভাবশালীদের দ্বারস্থ হলেও কেউ এগিয়ে আসেনি।’
সোমবার (৪ নভেম্বর) সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
পেয়ার মোহাম্মদের পক্ষে তার ভগ্নিপতি রেজাউল করিম লিখিত বক্তব্যে বলেন, ‘সোলায়মান তালুকদার ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সাধারণ নৈশ প্রহরী থেকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। এই সম্পদ গড়তে গিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করলেও ভয়ে কেউ মুখ খোলেনি।’
পেয়ার মোহাম্মদ বলেন, ‘তিন ভাইয়ের পরিবারের সদস্যদের নিয়ে খুবই মানবেতর জীবন-যাপন করছি। শেষ বয়সে আর কিছু নয়, শুধু নিজের ভিটায় মরতে চাই। তাই আওয়ামী লীগের নাম ভাঙিয়ে সোলায়মান যেসব অপকর্ম করে যাচ্ছে, তা দ্রুত বন্ধ করে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি।’
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, চট্টগ্রামের পুলিশ কমিশনার এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।