Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের ধাক্কায় আহত কনস্টেবলের ঢামেক হাসপাতালে মৃত্যু


৪ নভেম্বর ২০১৯ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: গাজীপুর চৌরাস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় আহত ট্রাফিক কনস্টেবল রশিদুর রহমান (৫২) মারা গেছেন।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রশিদুর রহমানের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায়। তার ছেলে মো. মামুন জানান, রশিদুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের গাজীপুর ট্রাফিক বিভাগে দায়িত্ব পালন করেছেন। আজ সকালে বাসা থেকে বেরিয়ে রিকশায় তিনি চৌরাস্তা এলাকায় বেতন তুলতে যাচ্ছিলেন। সে সময় ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কনস্টেবল ট্রাকের ধাক্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর