Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আকার বাড়ার সম্ভাবনা কম’


৪ নভেম্বর ২০১৯ ২০:৫৫

ঢাকা: আসন্ন জাতীয় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আকার বাড়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ২১তম জাতীয় সম্মেলনের লক্ষ্যে গঠিত গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপ-কমিটির নেতারা।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশে নির্বাচনি অফিসে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উপকমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এটা নিয়ে আলোচনা চলছে, প্রস্তাবনাও এসেছে। সেটা এই মুহূর্তে বলা যাবে না।’

এসময় পাশে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সংশ্লিষ্ট উপ-কমিটির সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সম্ভাবনা খুবই কম’।

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। আমরা সবসময় সময়োপযোগী ও আধুনিক গঠনতন্ত্র করতে চাই। সারা পৃথিবীতে যে সকল ধারা পরিবর্তন হচ্ছে, সেগুলোর দিকে দৃষ্টি দিয়ে আমরা সংগঠনকে গতিশীল এবং যুগোপযোগী করার চেষ্টা করি। আজকে প্রথম মিটিং হয়েছে এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। কমিটির সদস্যরা অনেকগুলো সংশোধনী এনেছেন, সেগুলো বিবেচনার জন্য এবং তার ওপরে আমরা আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে প্রস্তাবগুলো লিখিত আকারে আমাদের কাছে দেওয়ার জন্য বলেছি। পরবর্তী মিটিংয়ে আরও আলোচনা করা হবে। ইতোমধ্যে আমরা একটি চিঠি দিয়েছি সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে দলের নেতৃবৃন্দের কাছে। এতে বলা হয়েছে, আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য যদি তাদের কোনো সুপারিশ বা মতামত থাকে তারা আগামী ৩০ নভেম্বরের মধ্যে দিতে পারে। তাছাড়াও আমাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমরা অনুরোধ করেছি তাদের অবস্থান থেকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ বা মতামত দিতে।’

বিজ্ঞাপন

আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে, সেগুলো সেভাবে তুলে ধরার মতো না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আরও আলোচনা করে পরবর্তীতে অবহিত করবো।’

এর কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে একদম কাউন্সিল পর্যন্ত। আমরা সুপারিশগুলো কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপন করবো। তার পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা মতামত দেবেন। কোন ধারা গ্রহণ করছেন, কোনটা করছেন না, সেই ভিত্তিতেই সংশোধনী চূড়ান্ত হবে। কাউন্সিল না পর্যন্ত আমরা বলতে পারি না, সংশোধনী চূড়ান্ত হয়েছে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, উপ-কমিটির সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, আবদুল মতিন খসরু, ড. মসিউর রহমান, সদস্য আজমতউল্লা, খালিদ মাহমুদ চৌধুরী, আখতারুজ্জামান, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আমিনুল ইসলাম আমিন ও সেলিম মাহমুদসহ কমিটির সদস্যরা।

সভা পরিচালনা করেন গঠনতন্ত্র উপ কমিটির সদস্য সচিব আফজাল হোসেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সম্মেলন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর