Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফআর টাওয়ারের নকশা জালিয়াতির মামলায় ৩ জনকে আত্মসমর্পণের নির্দেশ


৫ নভেম্বর ২০১৯ ১৫:৩৭

ঢাকা: বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতের দেওয়া তিনজনের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

ওই তিন ব্যক্তি হলেন- এফ আর টাওয়ারের ইজারা গ্রহীতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক (এসএমএইচ ফারুক), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক ইমারত পরিদর্শক মো. আওরঙ্গজেব সিদ্দিকী (নান্নু) ও সাবেক উপ-পরিচালক (এস্টেট) মুহাম্মদ সওগত আলী।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

পরে আইনজীবী আমিন উদ্দিন মানিক জানান, বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর গত ২৫ জুন নকশা জালিয়াতির অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই তিন আসামি জামিন নেন।

ওই জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। দুদকের আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি আজ এ আদেশ দেন।

এফআর টাওয়ার নকশা জালিয়াতি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর