‘দেশের সবচেয়ে দীর্ঘ সেতুর কাজ শিগগিরই’
৫ নভেম্বর ২০১৯ ১৭:৫৪ | আপডেট: ৫ নভেম্বর ২০১৯ ১৮:০৫
ঢাকা: বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ বরিশাল-ভোলা সেতুর কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মধ্যে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বনানীর সেতু ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ কথা জানান।
সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ বরিশাল-ভোলা সেতু। এই সেতুর দৈর্ঘ্য হবে আট কিলোমিটার। যা পদ্মা সেতুর চেয়ে বড়।’
তিনি আরও বলেন, ‘অলরেডি বরিশাল-ভোলা সেতুর ফিজিবিলিটি টেস্ট শেষ হয়েছে। সেতুটির সম্ভাব্যতা যাচাই শেষে এখন চলছে ডিপিপি প্রণয়নের কাজ। ফান্ডিংয়ের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। চীন এই সেতুতে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বরিশাল-ভোলা সেতু পদ্মাসেতুর মত ডাবল ডেকার হবে না। এটি হবে সড়ক সেতু।’
সরকারের উন্নয়নমূলক বড় প্রকল্পে দূর্নীতি হচ্ছে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘উন্নয়ন অগ্রগতিতে সারাবিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্ময়। একটা দৃশ্যমান কাজ বিএনপি দেখাতে পারবে না। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন কল্পনায়ও ছিল না। যারা বাইরে থেকে চার-পাঁচ বছর পর এসেছেন, তারা অবাক হয়ে যান ঢাকার পরিবর্তন দেখে।’
‘বিএনপি কথা বলছে, তাদের আছে কথার চাতুরি, তাদের সরকার এই দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি- এটা তাদের ব্যর্থতা। এখন শেখ হাসিনা সরকার যখন করছে, তখন এটা তাদের গায়ে জ্বালা ধরাচ্ছে। তারা অন্তজ্বালা সইতে পারছে না।’- বলেন ওবায়দুল কাদের।