‘ভারতের কাছ থেকে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ রয়েছে’
৫ নভেম্বর ২০১৯ ১৮:৫১
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, বাংলাদেশ আর ভারতের মানুষের মাঝে দীর্ঘদিন ধরে বন্ধুত্বের ঐতিহ্য রয়েছে। ভাষা ও সংস্কৃতিতেও রয়েছে দারুণ মিল। সীমান্তরেখা বন্ধুপ্রতিম দুটি দেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করতে পারেনি। দুটি দেশের মানুষের মাঝে বন্ধুত্বের দৃঢ়তা পারস্পরিক অধিকার সংরক্ষণে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই ভারতের কাছ থেকে বাংলাদেশের লাভবান হওয়ার অনেক সুযোগ রয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ভারতের আসাম থেকে আসা উচ্চপদস্থ একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে জিএম কাদের এ কথা বলেন। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ভূপেন হাজারিকার অষ্টম মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে।
এর আগে সকালে আসাম থেকে আসা ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় ভারতীয় প্রতিনিধি দলটিও জিএম কাদেরকে উত্তরীয় পরিয়ে দেন।
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ বাংলাদেশিকে আশ্রয় দিয়ে ভারত অকৃত্রিম বন্ধুত্বের পরিচয় দিয়েছে। তাই ভারত ও বাংলাদেশের মধ্যে চমৎকার বন্ধুত্ব বিরাজ করছে।’
তিনি আরও বলেন, ‘ভূপেন হাজারিকার গান এদেশের মানুষের মুখে চিরকাল থাকবে। তার গান অধিকার আদায় এবং মানবিক সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে চিরকাল।
অনুষ্ঠানে ভূপেন হাজারিকার ভাই সমর হাজারিকাসহ অন্যান্য শিল্পীরা ভূপেনের গাওয়া বিখ্যাত সব গান পরিবেশন করেন।
সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও এস এম ফয়সল চিশতী, ভূপেন হাজারিকার ছোট ভাই সমর হাজারিকা, লেখক পদ্মশ্রী সূর্য হাজারিকা, সর্ব ভারতীয় কংগ্রেসের আসাম রাজ্যের সেক্রেটারি রমেন রব ঠাকুর, সাংবাদিক দেবজিৎ ভূঁইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভৌমেন ভারতীয়া, আসামের সংগীত শিল্পী দীক্ষু শর্মা প্রমুখ।