Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার-টাকা লুট


৫ নভেম্বর ২০১৯ ২০:৫৭

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় একটি পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে স্বর্ণালংকার এবং টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন বলেন, দুবৃর্ত্তরা অভিনব কায়দায় এ ঘটনা ঘটিয়েছে। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অচেতন করতে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে।

এর আগে গতকাল (সোমবার) রাতে উপজেলার জগন্নাথপুর বদলীপাড়া গ্রামের আব্দুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোস্তাক আহমেদ বলেন, আজ (মঙ্গলবার) বিকেল পর্যন্ত অচেতন ছিলেন সুকিজান নেছা। বাকিরা সুস্থ হয়ে উঠেছেন।

তিনি বলেন, দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢোকার আগে সম্ভবত তারা রাসায়নিক কোনো পদার্থ স্প্রে করেছিল। দুর্বৃত্তরা ঘরের আলমারি ভেঙে কানের দুল, চারটি আংটি ও নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে।

এর আগে ২০০০ সালের জুন মাসে আব্দুল হকের বাড়িতে ডাকাতি হয়েছিল। সে সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজনই আহত হয়েছিলেন।

লুট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর