Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে ‘বি’ ইউনিটের ভর্তি ফলাফল প্রকাশিত: ভর্তি হতে যা যা লাগবে


৬ নভেম্বর ২০১৯ ০৩:৪০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘বি ইউনিট’এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ru.ac.bd/admission) এ ফলাফল পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করলে ফলাফল দেখা যাবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ২৪/১১/২০১৯ তারিখে বিভাগের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে ভর্তির জন্য পরবর্তী তালিকা ০৩/১২/২০১৯ তারিখে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

ওয়েব সাইটে জানানো হয়,

(ক) ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত শর্তানুযায়ী আসন সংখ্যার ১০ গুন পরীক্ষার্থীর পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করা হয়েছে।

(খ) নির্বাচিত প্রার্থীগণকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) ১৫- ২০/১১/২০১৯ তারিখ রাত ১২.০০ টার মধ্যে অনলাইনে সাবজেক্ট চয়েজ ফরম পূরণ করতে হবে।

(গ) নির্ধারিত সময়ের মধ্যে পূরণ না করলে ভর্তির জন্য কোনভাবেই বিবেচিত হবে না।

(ঘ) ২৪/১১/২০১৯ তারিখে প্রকাশিত মেধা তালিকায় উল্লিখিত প্রার্থীগণকে আগামী ২৫/১১/২০১৯ তারিখ হতে

০১/১২/২০১৯ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

(ঙ) ভর্তির সময় প্রার্থীকে নিম্নে উল্লিখিত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে-

(১) পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র।

(২) সাবজেক্ট চয়েজের প্রিন্ট কপি।

(৩) এস.এস.সি./সমমান ও এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশীট।

(৪) এইচ.এস.সি. মূল রেজিস্ট্রেশন কার্ড।

(চ) নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন না করলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে।

(ছ) ক্লাস শুরুর তারিখ ২১/০১/২০২০।

(জ) প্রকাশিত ফলাফলে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন/বাতিল করার ক্ষমতা যথাযথ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সারাবাংলা/এসবি

বি ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয়


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর