Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লিন ভাবমূর্তির নেতৃত্ব পাবে কৃষক লীগ: ওবায়দুল কাদের


৬ নভেম্বর ২০১৯ ১২:৫৯ | আপডেট: ৬ নভেম্বর ২০১৯ ১৪:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় এবার কৃষক লীগে ক্লিন ভাবমূর্তির নেতৃত্ব উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কৃষক লীগের জাতীয় সম্মেলনে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

জাতির পিতার অবদান উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে নেই। কিন্তু কে বলে বঙ্গবন্ধু নেই। বঙ্গবন্ধু থাকবেন লাঙলের ফলায়, থাকবেন শ্রমিকের হাতুড়ি-গাইতিতে, থাকবেন লালনের একতারায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘গত চুয়াল্লিশ বছরে সবচেয়ে সফল কৃষকবান্ধব সরকারের নাম শেখ হাসিনা সরকার। গত চুয়াল্লিশ বছরের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত চুয়াল্লিশ বছরে সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।’

বিজ্ঞাপন

এর আগে সকাল ১১টায় কৃষক লীগের দশম জাতীয় সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন।

কৃষক লীগের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

ওবায়দুল কাদের কৃষকলীগের সম্মেলন