আগামী ২০ বছরে ভারতের প্রয়োজন হবে ২৩৮০টি বিমান: বোয়িং
৬ নভেম্বর ২০১৯ ১৪:২৭
সাম্প্রতিক সময়ে আকাশপথে ভারতীয়দের চলাচলের হার শতকরা ২০ ভাগ বেড়েছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল বিমান চলাচল বাণিজ্যের দেশগুলোর একটিতে পরিণত হয়েছে ভারত।
বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং আশা করছে বেড়ে চলা চাহিদা মেটাতে আগামী ২০ বছরে ভারতের এয়ারলাইন্সগুলো বিমান নির্মাতাদের কাছে ২৩৮০টি বিমানের চাহিদাপত্র দেবে।
গত বছরের তুলনায় এবারে হিসেব করা এই সংখ্যা ৮০টি বেশি। বুধবার (৬ নভেম্বর) হিন্দুস্থান টাইমসের খবরে এতথ্য জানানো হয়েছে।
বোয়িং এর সিনিয়র মার্কেটিং এক্সেকিউটিভ ড্যারেন হাস্ট আরও জানান, বছরের চতুর্থ প্রান্তিকে বোয়িং নিষিদ্ধ হওয়া ৭৩৭ ম্যাক্স বিমান পুনরায় যুক্তরাষ্ট্রের বাজারে আনার চেষ্টা চালাবে।
ভারতের বাজারে বর্তমানে শক্ত অবস্থানে আছে বোয়িং এর প্রতিদ্বন্দ্বী এয়ারবাস। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো অল-এ৩২০ মডেলের বিমান বেশি ব্যবহার করে। গত মাসে আরও ৩০০টি এই মডেলের বিমান অর্ডার করেছে কোম্পানিটি।