Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ: ক্ষতি হয়েছে দুই দেশেরই


৬ নভেম্বর ২০১৯ ১৮:৫৮

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের প্রভাবে  ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় দেশই। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর দুই দেশের বাণিজ্য কমেছে ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। তবে এ দ্বন্দ্বের ফলে লাভবান হয়েছে অন্য দেশগুলো। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড)-এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর চীন থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি ৫৩ বিলিয়ন মার্কিন ডলার কমে দাঁড়িয়েছে ৩৪২ মার্কিন ডলারে। গত সেপ্টেম্বরে চীন থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলারের কিছু বেশি মূল্যের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র। যা গত বছরের একই মাসে ছিলো ৪৮ বিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞাপন

আরও পড়ুন- চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ ও চতুর্থ শিল্প বিপ্লব

চীনে পণ্য রফতানিও কমেছে যুক্তরাষ্ট্রের। এ বছরে এ পর্যন্ত ৭৮.৭ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য চীনে রফতানি করেছে যুক্তরাষ্ট্র। যা গত বছর ছিলো ৯৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।

তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমেছে। এ বছরের এ পর্যন্ত চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ২৬৩ বিলিয়ন মার্কিন ডলারের। যা গত বছরের একই সময়ে ছিলো ৩০২ বিলিয়ন মার্কিন ডলার।

ওই প্রতিবেদনে বলা হয়, চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধে চীনের ক্ষতি হলেও লাভবান হয়েছে তাইওয়ান, ভিয়েতনাম, মেক্সিকোর মত দেশগুলো। চীনা পণ্যে শুল্ক বসানোর ফলে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি বাড়িয়েছেন মার্কিন আমদানিকারকরা। চীনের হারানো বাণিজ্যের প্রায় ৬৩ শতাংশই কব্জা করেছে এসব দেশগুলো।

গত বছরের একই সময়ের চেয়ে এ বছর যুক্তরাষ্ট্রে মেক্সিকোর রফতানি বেড়েছে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার।  যুক্তরাষ্ট্রে বছরের প্রথমভাগে তাইওয়ানের রফতানি বেড়েছে ৪.২ বিলিয়ন মার্কিন ডলার। ভিয়েতনামের রফতানি বেড়েছে ২ .৭ বিলিয়ন মার্কিন ডলারের। এছাড়া উত্তর কোরিয়া, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন ও ভারতেরও রফতানি বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে দেশটির বাণিজ্য ঘাটতি কমাতে ২০১৮ সালে চীনা পণ্য আমদানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন। পাল্টা ব্যবস্থা হিসেবে চীনও যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে। ২০১৮ সালের শুরুতেই দুই দেশ ৫০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে।

ওই বছরের সেপ্টেম্বরে এ দ্বন্দ্ব আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র তখন চীনের আরও ২০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্যে আমদানির ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের ৬০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করে। ২০১৯ সালের জুন মাসে চীনের পণ্যের ওপর আরও এক দফা শুল্ক বাড়ায় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন- বোয়িং-এয়ারবাসের দ্বন্দ্ব: আটলান্টিকের দুই তীরে বাণিজ্য যুদ্ধ

চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর