জাবিতে হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ
৬ নভেম্বর ২০১৯ ২১:০৯
জয়পুরহাট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্তব্যরত সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রগতিশীল ছাত্রজোট।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে মিছিলটি চিনিকল সড়ক থেকে বের হয়ে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে বিক্ষোভকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক এম এ রশিদ, জেলা প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রিফাত আমিন রিয়ন, সদস্য রাশেদুজ্জামান রাশেদসহ অনেকে।
কর্মসূচি থেকে জাবি উপাচার্যের পদত্যাগ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।