হাজারীবাগে ছুরিকাঘাতে এক যুবক নিহত
৭ নভেম্বর ২০১৯ ০৩:৪১
ঢাকা: রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আবিদ হোসেন রুপক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হলে রাত ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
বুধবার(৬ নভেম্বর) দিবাগত রাত সারে ১১টার দিকে হাজারীবাগ গজমহল এলাকায় ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত রুপকের পেটে ছুরিকাঘাতের চিহ্ন আছে। বিষয়টি হাজারীবাগ থানায় অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
মৃত রুপকের বড় ভাই মুন্না জানান, পরিবারের সাথে হাজারীবাগ গজমহল এলাকায় থাকতো তারা। ছোট ভাই মাশফিককে সাথে নিয়ে রুপক ওষুধ কিনতে যায়। পরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। পরে কয়েকজন লোক ধরাধরি করে বাসার সামনে রেখে যায়।
তবে কে বা কাহারা তার পেটে ছুরিকাঘাত করে সাথে থাকা ছোট ভাই মাশফিক কিছুই জানাতে পারেনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুপক।