নিউজিল্যান্ডের পার্লামেন্টে বয়স বিতর্ক
৭ নভেম্বর ২০১৯ ১৭:২৫
নিউজিল্যান্ডের ২৫ বছর বয়সী এমপি শোলে সোয়ারব্রিক জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তৃতা রাখছিলেন পার্লামেন্টে। তার বক্তব্য চলাকালীন টড মুলার নামের একজন বয়স্ক এমপি একটি প্রশ্ন উত্থাপন করেন। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে শোলে বলেন ‘ওকে বুমার, প্রশ্ন করুন’। তারপর থেকেই সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমনঃ ফেসবুক, ইউটিউব, টুইটার ও টিকটকে শোলে সোয়ারব্রিকের ওই ‘ওকে বুমার’ বাক্যাংশটি ভাইরাল হয়ে যায়। খবর বিবিসির।
‘বুমার’ বলতে বোঝানো হয় ১৯৪৬ সাল থেকে ১৯৬৪ সালের মধ্যে জন্ম নেওয়া নাগরিকদের। পরবর্তী প্রজন্মে জন্ম নেওয়া নাগরিকেরা বয়স্কদের কটাক্ষ করতে ‘বুমার’ শব্দটি ব্যবহার করে থাকেন।
ওই মন্তব্য করার পর থেকেই বয়সভিত্তিক ঘৃণা ও বয়স্কদের প্রতি কান্ডজ্ঞানহীন মন্তব্য করার দায়ে অভিযুক্ত করা হচ্ছে শোলে সোয়ারব্রিককে।
I’m wondering whether in 2050 when @_chloeswarbrick hits her mid fifties, will she still be the millennial force for change or will she quietly reflect that those Gen X’s knew a thing or two. I of course will be very focused on the next cup of tea.😂 https://t.co/1LufTzKxjF
— Todd Muller (@toddmullerBoP) November 6, 2019
এরপর টুইটারে জানানো এক প্রতিক্রিয়ায় টড মুলার বলেন, এই জেনারেশন এক্স থেকে প্রতিনিধিত্বকারী তরুণ এমপি ২০৫০ সাল নাগাদ নিজেই একজন বুমারে পরিণত হবেন। তখন নিশ্চয়ই চায়ের আলোচনায় তিনি আমার কথাই বলবেন।
এদিকে, শোলে সোয়ারব্রিক জানান, ‘বুমার’ আসলে একটি মানসিক অবস্থা। এখানে তার বয়স উল্লেখ করে কোনো ধরনের কটাক্ষ করা হয়নি।