বিনামূল্যে কেনাকাটার অফার নিয়ে সতর্ক করলো স্বপ্ন
৭ নভেম্বর ২০১৯ ২০:৪৫
ঢাকা: সুপার শপ ‘স্বপ্নে’ বিনামূল্যে কেনাকাটার যে অফার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা নিয়ে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্বপ্ন’ এর নাম ব্যবহার করে কিছু অসাধু চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অফারের সঙ্গে স্বপ্নের কোনো সংশ্লিষ্টতা নেই।
‘এ ধরনের প্রচারণার মাধ্যমে কোনো ক্রেতা ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কোনো দায়ভার নেবে না’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অসাধু চক্রটি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সম্প্রতি ফেইসবুক ছাড়াও মোবাইল নোটিফিকেশনে বার্তা আসছে স্বপ্নে এক ঘণ্টা বিনামূল্যে শপিংয়ের। লিংকে ক্লিক করলে একটি বিজ্ঞাপন দেখা যায়, যেখানে উপরে বড় অক্ষরে ইংরেজিতে স্বপ্ন লেখা রয়েছে।
সেখানে উল্লেখ রয়েছে, ‘আমরা আমাদের দশম বার্ষিকী উদযাপন করছি। এই ইভেন্টটি উদযাপন করতে, আমরা কয়েকশ গ্রাহককে ১ ঘণ্টা ফ্রী শপিং দিচ্ছি। তাড়াতাড়ি করুন, এই সুযোগ কেবল সীমিত সময়ের জন্য! আমরা শুধু আপনাকে জরিপের উত্তর প্রদানে অনুরোধ করছি, যাতে আমরা আরও ভালোভাবে আমাদের গ্রাহকদেরকে সেবা প্রদান করতে পারি।’
এরপরে প্রশ্ন এবং উত্তরের ‘হ্যাঁ’ ও ‘না’ অপশন রয়েছে।