Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহিত্যিক নবনীতা দেবসেন আর নেই


৮ নভেম্বর ২০১৯ ০১:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যানসারের সঙ্গে লড়ে অবশেষে বিদায় জানালেন ভারতীয় সাহিত্যিক নবনীতা দেবসেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  কলকাতার হিন্দুস্তান রোডের  বাড়িতে তার মৃত্যু হয়। নবনীতার বয়স হয়েছিল ৮১ বছর। খবর আনন্দবাজার পত্রিকার।

নবনীতা দেবসেন ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক। সাহিত্যের বিভিন্ন শাখায় পদচারণা ছিল তার। ১৯৫৯ সালে প্রকাশিত হয় নবনীতার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়’। আর ১৯৭৬ সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘আমি অনুপম’।

তিনি ‘নটী নবনীতা’ বইয়ের জন্য ১৯৯৯ সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। ২০০০ সালে পেয়েছিলেন ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে নবনীতা দেবসেন ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের প্রথম স্ত্রী। অমর্ত্য সেনের সঙ্গে তার বিয়ে হয় ১৯৫৮ সালে। বিবাহবিচ্ছেদ ঘটে ১৯৭৬ সালে। তিনি রেখে গেছেন তার দুই কন্যা নন্দনা ও অন্তরাকে।

নবনীতা দেবসেনের মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহসহ অনেকে শোক জানিয়েছেন।

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নবনীতা।

টপ নিউজ নবনীতা দেবসেন ভারতীয় সাহিত্যিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর