অর্থ আত্মসাতের দায়ে ট্রাম্পকে ২ মিলিয়ন ডলার জরিমানা
৮ নভেম্বর ২০১৯ ০৫:৩১
দাতব্য সংস্থা হিসেবে চালানো দ্য ডোনাল্ড জে ট্রাম্প ফাউন্ডেশনের অর্থ অনৈতিকভাবে ব্যবহার করায় প্রেসিডেন্ট ট্রাম্প ২ মিলিয়ন ডলার পরিশোধ করতে বলেছেন নিউইয়র্কের একটি আদালত। ২০১৬ সালের নির্বাচনি ক্যাম্পেইনে ট্রাম্প ওই আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটান।
শুক্রবার (৮ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
ট্রাম্প নিজের স্বার্থে দাতব্য সংস্থা চালান এমন অভিযোগ তোলার পর ২০১৮ সালে ফাউন্ডেশনটি বন্ধ হয়ে যায়। বিচারক সেলিনান স্ক্রারপুলা তার রায়ে লিখেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছি ২ মিলিয়ন ডলার জরিমানা পরিশোধ করতে। সংগঠনটি টিকে থাকলে যে অর্থ সেখানে যেত।
এখন জরিমানার অর্থ এমন ৮টি দাতব্য সংস্থায় ভাগ করে দেওয়া হবে যেসবের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নেই।
ট্রাম্প তার আইনজীবীরা পুরো বিষয়টিকে রাজনৈতিক চাল বলে উল্লেখ করেছেন। এবং নিউইয়র্কের ডেমোক্র্যাটদের অভিযুক্ত করেছেন তাকে ফাঁসানোর চেষ্টার জন্য।