Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষের ১ লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারী হাতেনাতে আটক


৮ নভেম্বর ২০১৯ ০৮:২৯

কুষ্টিয়া: নিজের অফিস রুমে ঘুষ লেনদেনের সময় ঘুষের এক লাখ চার হাজার চারশ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও তার অফিস সহকারী রফিকুল ইসলাম।

দুদক কুষ্টিয়ার উপপরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (৮ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে আটক করেন তাদের। এসময় কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে মোহাম্মদ জাকারিয়া সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরেই আমরা অভিযোগ পাচ্ছিলাম, রেজিস্ট্রি অফিসে দলিল নিতে আসা ব্যক্তিদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে আমরা এ অভিযোগের সত্যতা পেয়েছি। গোপন অনুসন্ধানে জানা যায়, অফিসের কর্মচারীদের মাধ্যমে সাব-রেজিস্ট্রার সুব্রত এই টাকা নিতেন। পরে আমরা অভিযান চালানোর সিদ্ধান্ত নেই। অভিযানে ঘুষের টাকাসহ হাতেনাতে সুব্রত ও তার অফিস সহকারীকে আটক করা হয়েছে।

দুদকের এই উপপরিচালক জানান, আটক সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘুষের টাকাসহ আটক সাব রেজিস্ট্রার হাতেনাতে আটক


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর