Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছ চুরির অভিযোগে পিটিয়ে হত্যা


৮ নভেম্বর ২০১৯ ০৮:৪৯ | আপডেট: ৮ নভেম্বর ২০১৯ ০৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জয়পুরহাট সদরের উত্তর জয়পুর গ্রামের রফিকুল ইসলাম বাবু নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুকুর থেকে মাছ চুরির অভিযোগে তাকে পেটান ওই পুকুরের মালিকেরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যান। তিনি একই গ্রামের তালেবুর রহমানের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের একটি ইজারা দেওয়া পুকুর থেকে বাবু মাছ চুরি করেছেন বলে পুকুরের মালিকরা সন্দেহ করেন। এর জের ধরে তাকে জয়পুরহাট সদরের গুলশান মোড় এলাকায় ডেকে নিয়ে মারধর করা হয়। এসময় বাবুর শরীরে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকাও দেওয়া হয়।

বিজ্ঞাপন

ওসি জানান, মারধরের শিকার বাবুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবুর।

এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পিটিয়ে হত্যা মাছ চুরির অভিযোগ