চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে উপচে পড়া ভিড়
১৪ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০০
ঢাবি করেসপন্ডেন্ট
ঢাকা: ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’ তৃতীয় দিন ছিল আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি)। এই দিন চলচ্চিত্রপ্রেমীদের উপচে পড়া ভিড়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এর কেন্দ্রীয় মিলনায়তনে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংগঠনটির ১৭তম উৎসব এটি। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ছয় দিনব্যাপী এ উৎসবে ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আজ বুধবার সকাল ১০টায় ঋত্বিক ঘটক পরিচালিত ‘যুক্তি তক্ক আর গপ্পো’, দুপুর ১২টা ৪৫ মিনিটে আব্দুস সামাদ পরিচালিত ‘সূর্যগ্রহণ’, বিকেল ৩টা ৩০ মিনিটে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জয়দেব মুখার্জি পরিচালিত ‘নবাব’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
মানসম্পন্ন চলচ্চিত্রের টানে এ দিন টিএসসি অডিটোরিয়ামের প্রেক্ষাগৃহ ছিল দর্শকে পূর্ণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই আয়োজনের প্রধান সহযোগী হিসেবে আছে সারবাংলা ডট নেট। এ ছাড়া প্রদর্শন সহযোগী হিসেবে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে ডিবিসি নিউজ ও ঢাকা এফ এম।
‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ স্লোগানকে সামনে রেখে দেশীয় চলচ্চিত্র শিল্প প্রসারে এ উৎসব চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
সারাবাংলা/আইজেকে