পঞ্চগড়ে বাসচাপায় ৭ জনের মৃত্যু
৮ নভেম্বর ২০১৯ ১৬:১১
পঞ্চগড়: পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় সাতজন নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিন দুপুর ১টার দিকে মাগুরমারী চৌরাস্তা আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে একটি যাত্রীবাহী বাস তেঁতুলিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।
তেঁতুলিয়া হাইওয়ের থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জিলানী সারাবাংলাকে বলেন, দুর্ঘটনার পরে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।