Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত


৮ নভেম্বর ২০১৯ ১৭:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে সুমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ-৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এ তথ্য জানান। এদিন ভোরে শীলগেট এলাকায় এই ঘটনা ঘটে।

সুমনের বাড়ি উপজেলার শ্যামকুড় গ্রামে। তার বাবার নাম আব্দুল মান্নান। কামরুল আহসান আরও জানান, সুমনসহ কয়েকজন লড়াইঘাট এলাকার সীমান্ত কাঁটাতার পেরিয়ে ভারতে গরু আনতে গিয়েছিল। ভোরে গরু নিয়ে ফেরার সময় শীলগেট এলাকায় পৌঁছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সুমন।

সুমনের মরদেহ বিএসএফ ও হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ দেশের ফিরিয়ে আনতে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক করা হবে বলেও জানান কামরুল আহসান।

বিজ্ঞাপন

বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর