ঘূর্ণিঝড় বুলবুল: মোংলা ও পায়রায় ৭ নম্বর বিপদ সংকেত
৮ নভেম্বর ২০১৯ ১৯:১৫
ঢাকা: ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। ফলে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা জেলার সুন্দরবনের নিকট দিয়ে অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় বুলবুল।
সমুদ্র বন্দরে আগামীকাল দমকা অথবা ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে। এসময়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল’র কারণে অভ্যন্তরীন নৌপথে সকল নৌ-চলাচল বন্ধ ঘোষনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।
বিআইডব্লিউটিএ র উপ-পরিচালক আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন- ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় জেলায় জেলায় প্রস্তুতি