ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা আদালতের নির্দেশে মুক্ত
৯ নভেম্বর ২০১৯ ০৭:৪৩
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে সুপ্রিম কোর্টের নির্দেশে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে লুলা ১২ বছর জেল খাটছিলেন। খবর দ্য গার্ডিয়ানের।
তবে বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট জানায় অভিযুক্তের আপিলগুলো উচ্চ আদালতে নিষ্পত্তি হলেই কেবলমাত্র তাকে জেলে আটকানো যাবে। এতে করে লুলাসহ অনেকেই মুক্তি পেয়ে যান।
কারাগার থেকে মুক্তির পর লুলার সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তার মুক্তির জন্য যারা আন্দোলন চালিয়ে গেছেন লুলা তাদের ধন্যবাদ জানান। এসময় তিনি পুলিশ,-প্রশাসন, ট্যাক্স অফিসারসহ বিচার ব্যবস্থায় জড়িত সবাইকে অনিষ্ট বলে গালমন্দ করেন।
লুলা অভিযোগ করেন, ব্রাজিলের উন্নতি হয়নি। অবস্থা আরও খারাপ হয়েছে। লোকেরা না খেয়ে মরছে। চাকরি পাচ্ছে না।
দুর্নীতি ও মানি লন্ডারিং এর অভিযোগে লুলাকে ২০১৮ সালে সাজা দেওয়া হয়েছে। যদিও লুলা নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।