Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শস্য উৎপাদন অপর্যাপ্ত, খাদ্য সংকটে উত্তর কোরিয়া


১০ নভেম্বর ২০১৯ ১২:৫৮ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রীষ্ম ও বসন্তে ঠিকমতো শস্য উৎপাদন করা যায়নি খরার কারণে। সেপ্টেম্বরে আঘাত হেনেছিল টাইফুন লিংলিং। সবমিলিয়ে উত্তর কোরিয়ার খাদ্য সংকট খুবই বাজে রূপ ধারণ করেছে। জাতিসংঘ জানিয়েছে দেশটির প্রতি দশ জনের মধ্যে ৪ জনের প্রয়োজন খাদ্য সহায়তা। গত পাঁচ বছরের মধ্যে শস্য উৎপাদন এবারই সবচেয়ে কম। খবর বিবিসির।

স্যাটেলাইট তথ্যচিত্র ব্যবহার করে এ বিষয়ে আরও গবেষণা করেছে সুইস প্রতিষ্ঠান জিওজ্লাম। প্রতিষ্ঠানটি জানায়, শস্যভাণ্ডার হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার অঞ্চলগুলোতে শস্য উৎপাদন ব্যাহত হয়েছে। দক্ষিণ হাওয়াঙ্গে ও দক্ষিণ পিয়ংইয়ং থেকে প্রত্যাশার চেয়ে কম শস্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তাই এই প্রভাব পড়েছে খাদ্যের রেশনে। জনপ্রতি ৫৫০ গ্রাম থেকে তা কমেছে ৩০০ গ্রামে। উত্তর কোরিয়ার ৭০ ভাগ জনসংখ্যা খাদ্যের জন্য রেশনের ওপর নির্ভরশীল।

জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা- এফএও চলতি বছরের সেপ্টেম্বরে জানায়, দেশটিতে অন্তত ১ কোটি লোকের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। ইতোমধ্যে চীন উত্তর কোরিয়ায় খাদ্য পাঠিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার প্রস্তাবিত ৫০ হাজার মেট্রিক টন খাদ্য সহায়তা নিতে অস্বীকার করেছে দেশটি।

পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন দেশের অবরোধ আরোপ উত্তর কোরিয়ার অর্থনৈতিক পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে।

উত্তর কোরিয়া খাদ্য সংকট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর