Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে মুক্ত করাই আমাদের লক্ষ্য: গয়েশ্বর


১০ নভেম্বর ২০১৯ ১৬:০২

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ প্রয়াসে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করাই আমাদের লক্ষ্য। এ সময় তিনি দুই একজন নেতাকর্মী দল ছাড়লে বিচলিত হওয়ার কিছু নেইবলেও মন্তব্য করেন।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম হল মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। মানুষের স্বাধীনতা নেই। মানুষের বেঁচে থাকার অধিকার নেই। যার কারণে দেশে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তারপরেও কিন্তু খেলা থেমে নেই। দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এটিই আমাদের লক্ষ্য।’

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ‘বিভিন্ন সময় আমরা দলের সুসময়ে বাইরে থেকে আসা বিভিন্ন মানুষকে এমপি-মন্ত্রী হতে দেখেছি। তারা আন্দোলন সংগ্রাম করে রাজনৈতিক জীবন লাভ করেননি। বরং আমাদের নেতাকর্মীদের ত্যাগের মাধ্যমে খালেদা জিয়া যে সরকার গঠন করেছেন তখন অনেক নামিদামি নাদুসনুদুস নেতারা আমাদের দলে এসেছেন। তাদের মনে হয় দেশের এমন পরিস্থিতিতে ধৈর্য্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। সেই কারণে তারা প্রস্থান করতে চায়, এগুলো নিয়ে মনে হয় বিচলিত হওয়ার কিছুই নেই। কমলাপুরে গিয়ে দেখবেন কতগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে আবার অপর পাশ থেকে কতগুলো ট্রেন আসছে। তারপরও আপনারা দেখবেন প্লাটফর্মে লোকের অভাব নেই।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম, একটি বটগাছ। ক্লান্ত শরীর নিয়ে মানুষ এখানে আসবে বিশ্রাম নেবে, পিপাসা মেটানোর পরে আবার চলে যাবে এটিই স্বাভাবিক। যারা চলে গেছে তাদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমাদের বিচলিত হওয়ার কিছুই নেই।’

৭ নভেম্বরের চেতনাবোধ নিয়ে তিনি বলেন, ‘আগ্রাসী শক্তির হাত থেকে দেশকে মুক্ত করাই ছিল এই দিবসের চেতনা। ক্ষমতায় টিকে থাকার জন্য এখন দেশের স্বার্থ সম্পদ সবকিছুই বিক্রি করে দেওয়া হচ্ছে। অবস্থাটা এমন যেন আগ্রাসী শক্তির কাছে আমরা যেন মাথা বিক্রি করে দিয়েছি। এমন ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য ধৈর্য্যহারা হওয়া যাবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘৭ নভেম্বর ছিল জনগণের দাবি। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো আন্দোলন সম্ভব হয় না। বেগম জিয়াকে আমাদের বের করে আনতে হবে আর তাই আজকে ৭ নভেম্বরের এ দিনে আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিতে হবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কৃষিবিদ হাসান জাফির তুহিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ অন্যরা।

খালেদা জিয়া গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর