‘বুলবুলে’ বেড়েছে সবজির দাম
১০ নভেম্বর ২০১৯ ১৭:৩০
ঢাকা: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ শাক-সবজির দোকান। বাজারে ক্রেতাও নেই তেমন। রোববার (১০ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ও কয়েকটি খুচরা বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
কারওয়ান বাজারে বেশিরভাগ সবজির দোকান বন্ধ রয়েছে। বাজারে ক্রেতা নেই বললেই চলে। বাজারে পেঁপে ৩০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ৬০ টাকা ও সিম ৮০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
রিয়াজ নামের এক সবজি বিক্রেতা সারাবাংলাকে বলেন, ‘কেজিতে সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। বাজারে নতুন করে সবজি আসেনি। স্টকে থাকা পুরোনো সবজিই বিক্রি হচ্ছে। তাই দাম কিছুটা বাড়তি।’ ‘সবজির দাম কিছুটা বেড়েছে। বৃষ্টির কারণে বাজারে সবজি আসেনি। তবে খুব একটা দাম বেড়েছে এমন নয়। কিছু কিছু সবজির দাম বেড়েছে। বাকিগুলোর অপরিবর্তিত আছে’, বলেন বাজারের আরেক সবজি বিক্রেতা শহীদুল।
এদিকে, মহাখালীর বউ বাজারেও বেশিরভাগ দোকান বন্ধ দেখা গেছে। খোলা থাকা দোকানগুলোতে বেশিরভাগ সবজি ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সিম ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৬০ টাকা ও টমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে ফুলকপি প্রতি পিস ৪০ ও বাঁধাকপি ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া কাঁচামরিচের কেজি ৪০ থেকে ১০০ টাকা, শশা ৬০ ও গাজর ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এই বাজারের বিক্রেতা আমিনুল বলেন, ‘পাইকারি বাজার থেকে আমরা নতুন কোনো সবজি আনিনি, পুরোনো সবজিই বিক্রি করছি। আগের চেয়ে কেজিতে ২ থেকে ৫ টাকা বেশি দামে প্রতি কেজি সবজি বিক্রি হচ্ছে।’
কারওয়ান বাজারের পাইকারি বাজারে পেঁয়াজের দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ ১২০ থেকে ১২৮ টাকা, ভারতীয় ১০৯ টাকা, মিশর ৮০ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৯০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। খুচরা বাজারে পেঁয়াজের কেজি এখনও ১৩০ টাকা। পেঁয়াজের পাইকারি বিক্রেতা অন্তর বলেন, ‘পেঁয়াজের দাম আগের মতোই রয়েছে। তবে মিশরের পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে।’
এদিকে, বাজারে চালের দাম গত সপ্তহের মতই রয়েছে। কারওয়ানবাজারের খুচরা বাজারে মিনিকেট ৫০ টাকা, আটাশ ৪০ টাকা ও নাজির ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ৪৫ টাকা, ৩৫ টাকা ও ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়েছে। কারওয়ানবাজার কিচেন মার্কেটের মায়ের দোয়া স্টোরের কর্মচারী বাবলু বলেন, ‘আগের মতোই বাড়তি দামে চাল বিক্রি হচ্ছে। নতুন করে আর চালের দাম বাড়েনি। এছাড়া বাজারে মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।’