Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে কাটা হয়েছে ১০ ভাগ আমন, ৯০ ভাগ পানির নিচে


১০ নভেম্বর ২০১৯ ১৭:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের প্রায় ২০ হাজার হেক্টর আমনের জমি। পানির নিচে রয়েছে তিন হাজার হেক্টর জমিতে লাগানো শীতের সবজি।

রোরবার (১০ নভেম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরক্তি উপপরিচালক কিশোর কুমার মজুমদার এ তথ্য জানান।

লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলা থেকে পাওয়া প্রাথমিক তথ্য সমন্বয় করে কৃষি বিভাগ এ কথা জানিয়েছে।

এবার লক্ষ্মীপুরে ৭৯ হাজার হেক্টর জমিতে আমন রোপন করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২০ হাজার মেট্রিক টন। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতা আরও দু’একদিন থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।

বিজ্ঞাপন

কিশোর কুমার মজুমদার বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে কাজ চলছে। কয়েকদিন আগে আমন ধান কাটতে শুরু করেছেন ‍কৃষকরা। শতকরা প্রায় ১০ ভাগ জমির ধান কাটা হয়েছে। ৯০ ভাগ জমির ধান এখনো মাঠে। এর মধ্যে কাঁচা ধানও রয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল লক্ষ্মীপুর শীতের সবজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর