Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুলবুলের আঘাতে মঠবাড়িয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ১৮ গবাদি পশুর মৃত্যু


১০ নভেম্বর ২০১৯ ২২:৫৮ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ২৩:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে কাঁচা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, গাছপালা, ফসল ও মৎস্য সম্পদের ব্যপক ক্ষতি হয়েছে। ঝড়ের আঘাতে উপজেলায় ১৮টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এছাড়া আমন ধানেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড় বুলবুল মঠবাড়িয়ায় আঘাত হানে। উপজেলার বিভিন্ন স্থান থেকে কাঁচা ঘরবাড়ি ও গাছ-পালা ভেঙে গেছে। পানি স্বাভাবিক অবস্থার চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পেয়ে রাস্তা-ঘাট ও বাড়িঘর প্লাবিত হয়েছে। উপজেলার বলেশ্বর তীরবর্তী কচুবাড়িয়া, খেতাচিড়া বেরিবাঁধ ভেঙে ও মিরুখালী-ধানীসাফা সড়কের উপর দিয়ে জোয়ারের পানি ঢুকে বাড়িঘর তলিয়ে গেছে।

বিজ্ঞাপন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, জোয়ারের পানিতে নদী তীরবর্তী এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুল ফসল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর