Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের লক্ষ্য হচ্ছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা’


১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:২৫

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: খালেদা জিয়া এবং বিএনপিকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখাই সরকার লক্ষ্য বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রায়ের কপি সই করতেই এক সপ্তাহ চলে গেল। সার্টিফায়েড কপি এখন পর্যন্ত পাওয়া যায়নি। সার্টিফায়েড কপি পেতে এখন রোববার। এর পর আবার কী হবে? শুধু রায়ের ব্যাপার না, আরো কত কী যে আটকাবে— আমরা জানি না।’

‘কারণ সরকারের লক্ষ্যটাই হচ্ছে তাকে (খালেদা জিয়া) রাজনীতি থেকে, নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা। সরকার লক্ষ্যটাই হচ্ছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা। এ জন্য তারা বল প্রয়োগ করছে’— বলেন ফখরুল।

শঙ্কা আগে থেকেই ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘শঙ্কা শুরু হয়েছে মামলা দেওয়ার পর থেকেই, শঙ্কা শুরু হয়েছে মামলা যে দ্রুততার সঙ্গে শেষ করা হলো সেখান থেকেই, শঙ্কা শুরু হয়েছে যেখানে তাকে (খালেদা জিয়া) রাখা হয়েছে সেখান থেকেই।’

সকল গণতান্ত্রিক শক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অনুরোধ  জানিয়ে ফখরুল বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে আপনারা সবাই স্বোচ্চার হয়ে গণতন্ত্রের পক্ষে কথা বলুন, মানুষের অধিকারের পক্ষে কথা বলুন।’

‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, বেগম জিয়াকে সঙ্গে নিয়েই আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে’— স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিমের এ বক্তব্য সম্পর্কে মন্তব্য জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার জন্য এটা বলেছে। ওনার কথা যদি সত্য হয়, তাহেল ভালো কথা। কিন্তু ওনাদের উদ্দেশ্য ভিন্ন।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে ও নি:শর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন থেকে তৃতীয় দফায় ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির মধ্যে রয়েছে গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ।

সারাবাংলা/এজেড/এমএইচ/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর