ফাঁসির আসামিকে ক্ষমা করে নিন্দার মুখে শ্রীলংকার প্রেসিডেন্ট
১১ নভেম্বর ২০১৯ ১২:৫০
শ্রীলংকার প্রেসিডেন্ট মাহাথ্রিপালা সিরিসেনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির সাজা মওকুফ করেছেন। এই নিয়ে বইছে নিন্দার ঝড়। জুড জায়মা নামের ওই ব্যক্তি প্রভাবশালী ও ধনী পরিবারের সদস্য। ইয়োভনে জনসন নামের এক সুইডিশ নারীকে তিনি ২০০৫ সালে হত্যা করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ক্ষমতা ছাড়ার মাত্র এক সপ্তাহ আগে রোববার (১০ নভেম্বর) এই বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণা করেন সিরিসেনা। শনিবার ওই আসামিকে ওয়ালিকাদা জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে।
আগামী ১৬ নভেম্বর শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে দল থেকে সমর্থন না পাওয়ায় সিরিসেনা নির্বাচনে অংশ নিচ্ছেন না।
হত্যা মামলায় জুড জায়মাকে ১২ বছরের সাজা দেওয়া হয়েছিল। তিনি উচ্চ আদালতে আপিল করলে তার শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড হয়। ২০১৪ সালের রায়ে সে সিদ্ধান্ত বহাল রাখে সুপ্রিমকোর্ট।
বোনের খুনিকে ক্ষমা করে দেওয়ায় হতাশা জানিয়েছে নিহতের বোন ক্যারেলিনা। তিনি বলেন, হত্যাকারী তার কাজের জন্য কোনো অনুতাপ করেননি। এখন সবচেয়ে খারাপ সংবাদ হয়ত আমাদের শুনতে হবে।
এদিকে শ্রীলংকার জনগণ সিরিসেনাকে উল্লেখ করছে ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবে।