Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের চার দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব


১১ নভেম্বর ২০১৯ ১৪:১০

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলের বহিস্কৃত যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীবকে ফের চার দিনের রিমান্ডে পেয়েছে র‌্যাব। সোমবার (১১ নভেম্বর) দুপুরে অস্ত্র আইনের মামলায় শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কুমার প্রামাণিক অস্ত্র আইনের মামলায় রাজিবের ফের দশ দিনের রিমান্ড আবেদন করেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে বলা হয়, রাজিব রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। স্থানীয় লোকদের মাধ্যমে জানা যায়, রাজিব মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র-গুলি এবং মাদকের ব্যবসাসহ চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্বের মাধ্যমে মোহাম্মদপুর এলাকায় অপরাধ জগতের সুলতান হিসেবে অভিভূত হয়। মামলার প্রকৃত রহস্য উদঘাটন, অন্যান্য আসামিদের গ্রেফতারে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন এ তদন্ত কর্মকর্তা।

এর আগে, গত ৪ নভেম্বর পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আসামি রাজীবকে কারাগারে আটক রাখার আদেশ দেন আদালত।

এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত সোমবার (২১ অক্টোবর) রাত ১২ টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অস্ত্র ও মাদক মামলায় ৭দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নম্বরের বন্ধুর বাসা থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ ও ৩৩ হাজার নগদ টাকা জব্দ করা হয়। এরপর তাকে নিয়ে মোহাম্মদপুরে নিজ বাসায় ও অফিসে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সেখানে ৫ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। রোববার (২০ অক্টোবর) বিকেলে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা হয় রাজীবের বিরুদ্ধে।

তারেকুজ্জামান রাজীব যুবলীগ নেতা রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর