Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাউন্সিলর রাজীব ফের চারদিনের রিমান্ডে


১১ নভেম্বর ২০১৯ ১৪:২৪ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৪:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীববে অস্ত্র মামলায় ফের চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই প্রণয় কুমার প্রামাণিক অস্ত্র আইনের মামলায় রাজীবের ফের দশ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজীব বিভিন্ন ধরনের অপরাধ সংঘটন করেছেন। মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় অস্ত্র-গুলি, মাদক ব্যবসা, অবৈধ দখলদারিত্বের মাধ্যমে রাজীব অপরাধ জগতের সুলতান হিসেবে অভিহিত হন। তাই অস্ত্র মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্য আসামিদের গ্রেফতারের জন্য তাকে ফের ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৪ নভেম্বর পৃথক দুই মামলায় ১৪ দিন রিমান্ডে ছিলেন কাউন্সিলর রাজীব। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নম্বরে এক বন্ধুর বাসা থেকে কাউন্সিলর রাজীবকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ ও নগদ ৩৩ হাজার জব্দ করা হয়।

এরপর রাজীব নিয়ে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালানো হয়। একই দিন তার অফিসে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে ৫ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়।

রোববার (২০ অক্টোবর) বিকেলে ভাটারা থানায় অস্ত্র ও মাদক আইনে রাজীবের বিরুদ্ধে দুটি মামলা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজীবের বিরুদ্ধে গত ৬ নভেম্বর মামলা করে।

কাউন্সিলর রাজীব টপ নিউজ ডিএনসিসি ঢাকা উত্তর সিটি যুবলীগ রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর