Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবানল: অস্ট্রেলিয়ার দুই রাজ্যে জরুরি অবস্থা


১১ নভেম্বর ২০১৯ ১৪:৫৪

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়া সরকার দাবানলকে জনসাধারণের জন্য ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছে।

সোমবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

রাজ্যটি দুটিতে দাবানলে অন্তত তিন জন মারা গেছেন। অনেকে রয়েছেন নিখোঁজ। শত শত মানুষকে তাদের বাসস্থান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ১২০টির বেশি দাবানল এখনো সক্রিয় রয়েছে।

সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন সিডনির আশেপাশের অঞ্চলে দাবানল ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে।

নিউ সাউথ ওয়েলসে প্রায় ৯ লক্ষ ৭০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং ১৫০টি বাড়িঘর ভস্ম হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান জনসাধারণের উদ্দেশে বলেন, আপনি যেখানেই থাকুন না কেন সবাইকে সজাগ থাকতে হবে।

জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের এমন পরিস্থিতি কি না এ ব্যাপারে অস্ট্রেলিয়ার রক্ষণশীল সরকার চুপ রয়েছে। যা নিয়েও হচ্ছে সমালোচনা।

অস্ট্রেলিয়া জরুরি অবস্থা দাবানল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর