Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির এমসিজে পরিবার: নতুনদের বরণ, হৃদমাঝারে বিদায়ীরা


১১ নভেম্বর ২০১৯ ১৫:৩৪ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৫:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের অগ্রায়ন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিভাগের ১২ ও ১৩ তম ব্যাচের নবীনবরণ এবং সপ্তম ও অষ্টম ব্যাচের অগ্রায়ন হয়। এছাড়াও অগ্রায়ন হয় বিভাগের দুই অফিস সহকারীর। একই আয়োজনে  বিভাগের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদ। সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরী গায়েন।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়। পরে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক শবনম আযীম। এরপর নবীন ও অগ্রায়িত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. নাসরীন আহমদ সাংবাদিকতা ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন, ‘এখনও প্রতিটি বাসায় চায়ের কাপে চুমুক আর খবরের কাগজে চোখ বুলিয়ে দিন শুরু হয়। পত্রিকা না থাকলে বাসা ফাঁকা ফাঁকা লাগে।’

শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘প্রতিদিন দুপুরে অংক করার পর আমি বাবার নির্দেশে খবরের কাগজ পড়তাম। সেখান থেকে আমার শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। ১৯৭১ সালে সংবাদপত্র এবং রেডিও’র খবরের গুরুত্ব আমাদের কাছে আরও বেড়ে গেল। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো স্বাধীন বাংলা বেতারে সংবাদ পাঠ। সে সময় সাতদিন-১০দিনের খবরও আমরা গুরুত্ব দিয়ে প্রচার করতাম।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের এই উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, ‘অগ্রায়ন কথাটি বিদায় শব্দের থেকে ভালো। শব্দটি নতুন শিখলাম।’

এ সময় তিনি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমাদের কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা এবং ভালো ক্যারিয়ার গড়া। তোমাদের অবশ্যই মানবিক গুণাবলিসম্পন্ন অসাম্প্রদায়িক হতে হবে। তুমি কেমন পৃথিবী দেখতে চাও সে রকম একটি দর্শন থাকতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের গৌরব মানেই তোমার গৌরব সেটিও মনে রাখতে হবে।’

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবেরী গায়েন বলেন, ‘যাদের বরণ করা হচ্ছে এবং যারা অগ্রায়িত হচ্ছে তারা কেউই আমাদের হৃদয়ের বাহিরে যাবে না। তারা আমাদের মনেই থাকবে। আর এ কারণে আমাদের আজকের অনুষ্ঠানের থিম হৃদ মাঝারে রাখিব।’

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, অধ্যাপক শেখ আব্দুস সালাম, অধ্যাপক আবুল মনসুর, অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সহযোগী সামিয়া রহমান, আফরোজা বুলবুল শাওন্তী হায়দার, সহকারী অধ্যাপক কাজলী সেহরীন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি নবীণবরণ