Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্টমার্টিন থেকে ফিরেছেন আটকে পড়া ১২শ পর্যটক


১১ নভেম্বর ২০১৯ ১৮:৫৩ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৯:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিনে আটকে পড়া ১২শ পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি নিয়ে সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টায় চারটি জাহাজ টেকনাফ জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওয়ানা দেয়। এর মধ্যে তিনটি জাহাজ দুপুর দেড়টার দিকে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের নিয়ে রওনা দিয়ে বিকেল সাড়ে চারটায় টেকনাফ পৌঁছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম র্জানান, ঘূর্ণিঝড় বুলবুল প্রভাবে কারণে গত বৃহস্পতিবার বিকেল থেকে ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন-টেকনাফ সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এতে সেন্টমার্টিন দ্বীপে প্রায় ১২শ পর্যটক চারদিন ধরে আটকা পড়েছিল। এসব পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে টেকনাফ থেকে তিনটি জাহাজ সেন্টমার্টিনে পাঠানো হয়। সেখানে আটকে পড়া পর্যটকদের নিয়ে বিকাল সাড়ে চারটায় তিনটি জাহাজ টেকনাফে পৌঁছে।

বিজ্ঞাপন

পর্যটকদের সুবিধার্থে টেকনাফ জেটিঘাটে কক্সবাজারমুখী বাস প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান সাইফুল ইসলাম।

পর্যটক সেন্টমার্টিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর