Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সময়মতো ব্যবস্থা নেওয়ায় ঘূর্ণিঝড়ে মানুষের জানমাল রক্ষা পেয়েছে’


১১ নভেম্বর ২০১৯ ২০:২৪

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সময়মতো ব্যবস্থা নেওয়ায় ঘূর্ণিঝড় বুলবুলে মানুষের জানমাল ও সম্পদ রক্ষা পেয়েছে। এটা সরকারের বড় ধরনের সফলতা।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী ক্ষয়ক্ষতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় বুলবুলের ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের সব উদ্যোগ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে জানানো হয়, উপকূলীয় ১৪ জেলার যেসব জায়গা ঘুর্ণিঝড়ের কবলে পড়েছে দুয়েকদিনের মধ্যে সেসব স্থান পরিদর্শন ও তথ্য সংগ্রহ করে ক্ষয়ক্ষতি নিরূপণ মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশে বড় ধরনের আঘাত করতে না পারলেও গভীর নিম্মচাপে যে ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তা হয়নি। এর কারণ ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের দ্রুত ও সুষ্ঠু ব্যবস্থা নেওয়া।’

বৈঠকে বাগেরহাটের রামপাল উপজেলায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের প্রসঙ্গেও আলোচনা হয়।

উল্লেখ্য, খানজাহান আলী বিমানবন্দরের জন্য এরই মধ্যে ৫২৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

ঘূর্ণিঝড় জানমাল প্রধানমন্ত্রী বুলবুল সম্পদ

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর