স্রোতে ভেসে এলো ডুবে যাওয়া ট্রলার, ভেতরে ৯ জেলের মরদেহ
১১ নভেম্বর ২০১৯ ২২:৪০
ঢাকা: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভোলায় ট্রলারডুবিতে নিখোঁজ ছিলেন তারা। ওই দুর্ঘটনায় মোট ১৪ জেলে নিখোঁজ ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল সারাবাংলাকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল (রোববার) ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। প্রবল স্রোতে ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপুরের পাশে মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। ট্রলারের ভেতরে ৯ জেলের মরদেহ পাওয়া গেছে।
এরা হলেন— আব্বাস, হাসান, রফিক, বিল্লাল, নজরুল, নুরুন্নবীর, মফিজ, কামাল ও কবির। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
এর আগে গতকাল (রোববার) রাতেই কোস্টগার্ডের একটি টিম এক জেলের মরদেহ উদ্ধার করে।
চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন প্রিন্স সারাবাংলাকে জানান, মরদেহগুলো শনাক্ত করা হয়েছে। তারা সবাই চরফ্যাশনের আব্দুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা। ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া আম্মাজান-২ নামে ট্রলারে ২৪ জন জেলে ছিলেন। যাদের মধ্যে ১০ জনকে জীবিত উদ্ধার হয়েছি। বাকিরা নিখোঁজ ছিলেন।