Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক


১২ নভেম্বর ২০১৯ ০৮:১৯

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (১২ নভেম্বর) পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি এই দুঃখ প্রকাশ করেন।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ১৫ জনের মৃত্যু

রাষ্ট্রপতি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে রাত পৌনে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেসের সঙ্গে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

টপ নিউজ ট্রেন দুর্ঘটনা রাষ্ট্রপতির শোক

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর