Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকের চেয়েও ভয়াবহ প্রশ্নফাঁস: হাইকোর্ট


১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩৬

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পরীক্ষায় ধারাবাহিকভাবে প্রশ্নফাঁস বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মহামারি আকার ধারণ করেছে বলে  মন্তব্য করেছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, প্রশ্নফাঁস মাদকাসক্তের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। কেন না আজ যারা এসএসসি পরীক্ষার্থী আগামী পাঁচ-দশ বছর পরে তারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আজকের শিক্ষা ব্যবস্থার যদি এ অবস্থা হয়, তাহলে জাতি এক সময় ভঙ্গুর হয়ে যাবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি বেঞ্চ এ মন্তব্য করেন।

প্রশ্নফাঁস রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারির আগে এমন মন্তব্য করেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

প্রশ্নফাঁসের ঘটনা তদন্ত করতে বিচার বিভাগীয় ও প্রশাসনিক দুটি তদন্ত কমিটি করারও নির্দেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/এজেডকে/জেডএফ

আরও পড়ুন:

‘বর্তমানের শিক্ষা ব্যবস্থায় ২০৪১ সালের উন্নত বাংলাদেশ সম্ভব নয়’

এসএসসির প্রশ্নফাঁস, সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়? রুল

 

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর